Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সেবার তালিকা

১। বেকার যুব সমাজকে আত্ম কর্মী হওয়ার জন্য উদ্বুদ্ধকরন।

২। বিভিন্ন ট্রেডে বেকার যুব ও যুব নারীদের প্রশিক্ষণ প্রদান। যেমন-

ক) গবাদী পশু পালন  খ) গরু মোটাতাজা করন গ) ছাগল পালন ঘ) মৎস্য চাষ  ঙ) সেলাই প্রশিক্ষন চ) কম্পিউটার প্রশিক্ষন ছ) অফিস ব্যবস্থাপনা ও কম্পিউটার এপ্লিকেশন জ) ইলেকট্রিক্যাল এন্ড হাউজ ওয়ারিং ইত্যাদি।

৩। বেকার যুব ও যুব নারীদের যুব ঋণ প্রদান করা হয়।

ক) প্রাতিষ্ঠানিক (২৫,০০০-১,০,০০০) টাকা পর্যন্ত।

খ) অপ্রাতিষ্ঠানিক  (২,০০০-৬০,০০০) টাকা পর্যন্ত।

৪। আত্মকর্মী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারলে বিভিন্ন যোগ্যতার মানদন্ডে জাতীয় যুব পুরস্কার প্রদান করা হয়।

৫। যুব সংগঠন কে নিবন্ধন করন ও যুব সংগঠন কে প্রশিক্ষণে উদ্বুদ্ধকরন। 

৬। যুব সংগঠনকে যুব কল্যাণ তহবিল থেকে অনুদান প্রদান করা হয়।

৭। নারীদের ক্ষমতায়নে প্রশিক্ষণ প্রদান।