Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

অর্জনসমূহ

(ক) যুব ঋণ-  অত্র উপজেলা কার্যালয়ের মাধ্যমে অদ্য ২০১৮ ইং পর্যন্ত   ২,৯৫,৬২০০০/= (দু্ই কোটি পঁচানব্বই লক্ষ বাষট্টি হাজার) টাকা বিতরণ করা হয়।

 

(খ) ন্যাশনাল সার্ভিস কর্মসূচি – ন্যাশনাল সার্ভিস কর্মসুচি (  ৫মপর্ব) অত্র উপজেলায় মৌলিক ও বিষয়ভিত্তিক প্রশিক্ষণ শেষে ২২৯০ জনকে বিভিন্ন দপ্তরে অস্থায়ী ভিত্তিতে ০২(দুই) বছরের জন্য নিয়োগ প্রদান করা হয়েছে। ০২(দুই) বছরের সংযুক্তির মেয়াদ শেষে বিধি মোতাবেক অস্থায়ীভাবে নিয়োগপ্রাপ্তগণ সঞ্চয়ের টাকা স্ব-স্ব একাউন্ট থেকে উত্তোলনের অধিকারী হবেন । এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে ।

 

(গ) যুব সংগঠন সংক্রান্ত- উপজেলাসমূহের তালিকাভূক্ত যুব সংগঠনসমূহ সরকারের বিভিন্ন  কার্যক্রম বাস্তবায়নসহ  প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনায় সহযোগিতা প্রদান করে থাকে। বর্তমান অর্থবছরে তালিকাভূক্ত  যুব সংগঠনগুলোকে স্বীকৃতির মাধ্যমে নিবন্ধিত করা এবং নতুন আবেদনকারী যুব সংগঠনগুলোকে নীতিমালার আলোকে নিবন্ধন করা হচ্ছে। ৫০০(পাঁচশত) টাকা ফি প্রদান করে এ পর্যন্ত ৭২ (বায়াত্তর)টি তালিকাভূক্ত যুব সংগঠন যুব স্বীকৃতি গ্রহণ করেছে এবং ২০ (বিশ)টি যুবসংগঠন রেজিষ্ট্রেশনের জন্য আবেদন করেছে । যুব কল্যাণ তহবিল এবং অনুন্নয়ণ খাত থেকে প্রতিবছর বাছাইকৃত যুব সংগঠনকে অনুদান প্রদান করা হয়ে থাকে। এ ছাড়াও প্রতিবছর জাতীয়ভাবে শ্রেষ্ঠ যুবসংগঠক ও সফল অঅত্মকর্মী হিসেবে ১৪ জনকে জাতীয় যুব পুরস্কার প্রদান করা হয়েছে।